গুগল এর ৫টি মজার রেসিপি

আমরা গুগল কে শুধু সার্চ ইঞ্জিন এর জন্য ব্যাবহার করি। কিন্তু এটা তে যে অনেক মজার বিষয় আছে তা আমরা অনেকেই জানি না। আমি আজ এই টপিক টাই শেয়ার করব। যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এর বেশীরভাগ ট্রিকস গুগল ডেভেলপ করেছে।

আমি এখন টপ ৫টা ট্রিকস শেয়ার করব।

১। Google Gravity: আমরা সবাই কম বেশী নিউটন এর gravity law পরেছি। আসুন এটা গুগল এ apply করি।
www.google.com এ যান। টাইপ করুন google gravity এবং I'm Feeling Lucky তে ক্লিক করুন।


এখন দেখুন কি হয় ! গুগল এর সব আইকন নিচে পরে যাবে। আপনি সেগুলো নাড়াচাড়া করতে পারবেন এবং যা খুশী তাই করতে পারবেন।


২। Change Background Image: আপনি চাইলে গুগল এর ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে পারবেন। এ জন্য নিচের কাজ গুলো অনুসরণ করুন।
www.google.com এ যান।
Change background image এ ক্লিক করুন। 
আপনার জিমেইল আইডি তে প্রবেশ করুন এবং পছন্দের ছবি আপলোড করুন।
এরপর গুগল এর background এ আপনার পছন্দের ছবি দেখতে পারবেন।

৩। Epic Google: গুগল ডট কম এ গিয়ে টাইপ করুন Epic Google এরপর I'm feeling lucky তে ক্লিক করুন এবং পরিবর্তন টা নিজের চোখেই দেখুন।

৪। Google Hacker: গুগল হ্যাক হয়ে গেলে তার homepage টা দেখতে কেমন হবে? আপনি কি দেখতে চান? তাহলে গুগল ডট কম এ গিয়ে লিখুন Google Hacker এবং দেখুন আপনার প্রিয় গুগল সাইট টি হ্যাক এর পর কেমন দেখায়!!

৫। Annoying Google: এর মাধ্যমে পুরো ছবি পরিবর্তন হয়ে যাবে। কিছু ছোট হাতের হবে, কিছু বড় হাতের হবে। মানে গুগল রেগে গিয়েছে। :D
www.google.com এ যান।
টাইপ Annoying Google
I'm feeling Lucky তে ক্লিক করুন।
দেখুন কি অবস্থা হয়েছে।

এই পোস্ট টি ভালো লাগলে comments দিবেন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

2 Response to "গুগল এর ৫টি মজার রেসিপি"

  1. Abdur Rahim says:
    ১৮ মার্চ, ২০১১ এ ৪:১৫ AM

    হ্যা... অনেক ভালো লাগলো.....

  2. Mahbub says:
    ১৮ মার্চ, ২০১১ এ ৭:৪০ PM

    ধন্যবাদ রহিম ভাই

একটি মন্তব্য পোস্ট করুন