নকল ভাইরাস বানানোর পদ্ধতি (না দেখলে মিস করবেন)

আমার এ পোস্ট এর শিরোনাম দেখেই বুঝেছেন আমি আজ কি লিখবো। হ্যাঁ আপনাদের সাথে একটা মজার টপিক শেয়ার করব আজ। সেটা হল নকল ভাইরাস। নকল ভাইরাস বানাতে প্রথমে মাউস এর রাইট ক্লিক করে NEW থেকে শর্টকাট সিলেক্ট করুন। শর্টকাট এ নিচের কোড টি লিখুন।


shutdown -s -t 20 -c "Your computer have got a virus :) have fun with virus :D it will now restart."

তারপর NEXT এ ক্লিক করুন। তারপর শর্টকাট টির একটা নাম সিলেক্ট করুন। ধরুন নাম দিলেন cricket 08. এখন ফিনিশ এ ক্লিক করুন। হয়ে গেল সুন্দর একটি নকল ভাইরাস। এখন আপনি চাইলে আইকন change করতে পারেন। এ জন্য ফাইল টির প্রপার্টিজ এ গিয়ে আইকন এ ক্লিক করুন এবং সুন্দর একটি আইকন সিলেক্ট করুন। 





আসুন এবার দেখি শর্টকাট টার মানে কি?
shutdown -s  এটা হল পিসি শুতদওন এর কোড।
-t 20  এর মানে পিসি কতখন পর shutdown হবে। এর হিসাব টা second এ করা হয়। -t 20 তারমানে 20sec পর পিসি বন্ধ হয়ে যাবে।
-c "Your Message" অর্থাৎ পিসি shutdown এর সময় কি মেসেজ দিবে সেটার কমান্ড। আপনি এখানে নিজের ইচ্ছে মত টেক্সট দিতে পারেন

ভাইরাস দ্বারা ক্ষতিঃ
আমি শুরুতেই বলেছিলাম এটা নকল ভাইরাস। কিন্তু এটা দিয়ে খতির সম্ভাবনা ও আছে। সেটা এখন বলছি। ভাইরাস এর শর্টকাট টি টে ক্লিক করলে পিসি একটা সময় এ মেসেজ শো করে বন্ধ হয়ে যাবে। এটা তে কুনো ক্ষতি হবে না। কিন্তু এই শর্টকাট টি যদি start up এ রাখা হয় তাহলে পিসি অটো চালু এবং বন্ধ হতে থাকবে। এটা তে কম্পিউটার এর ক্ষতি হবে।

সাবধানতাঃ
আমি এই trick টা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনার ফ্রেন্ড এর সাথে মজা করতে পারেন। কিন্তু start up এ রেখে যদি কম্পিউটার এর কুনো ক্ষতি হয় তাহলে আমি দায়ী থাকব না।

পরিশেষঃ
আপনার যদি মনে হয় বানানো ভাইরাস নেওয়ার তাহলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "নকল ভাইরাস বানানোর পদ্ধতি (না দেখলে মিস করবেন)"

একটি মন্তব্য পোস্ট করুন