আপনার ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়

আমাদের ফেসবুক আইডি আমাদের সবার কাছেই খুব প্রিয়। এখন যদি আপনার এই শখের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে বেপারটা খুব কষ্টের হয়। তখন গালিগালাজ করে হ্যাকারের চোদ্দগুষ্টি উদ্ধার করে ফেলি। অথবা বন্ধদের অনুরোধ করি রিপোর্ট করে আইডিটি ব্লক করে দিতে। এতে কিন্তু সমস্যার সমাধান হল না। কারণ আপনি তাতে আইডিটি ফেরত পাবেন না। হয়তবা আপনাদের মনের কষ্ট বুঝতে পেরে ফেসবুক কিছু বেবস্তা করে দিয়েছে। ফেসবুক আইডি দুইভাবে হ্যাক হতে পারে। সেগুলো হলঃ

১. পাসওয়ার্ড পরিবর্তন করে
২. ইমেইল আইডি পরিবর্তন করে

পাসওয়ার্ড পরিবর্তন করলে যা করণীয়ঃ
কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে হ্যাক করে তাহলে আপনি পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন না। এই সমস্যার জন্য নিচের লিঙ্কে যান।


এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন।

ইমেইল আইডি পরিবর্তন করলে যা করণীয়ঃ
যদি এমন হয় আপনি খুব বড় মাপের হ্যাকারের পাল্লায় পরেছেন তাহলে কি করবেন? যে কিনা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই ক্ষান্ত হয় নি আপনার মেইল আইডির পাসওয়ার্ডও পরিবর্তন করে দিয়েছে। এই সমস্যার জন্য নিচের লিঙ্কে যেতে হবে।

এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।

আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "আপনার ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়"

  1. রাহবী প্রডাকশন || RaHBI PRODUCTION says:
    ৮ আগস্ট, ২০১৬ এ ৮:০৭ PM

    Kaj hina

একটি মন্তব্য পোস্ট করুন