ফেসবুককে বানিয়ে নিন নিজের মনের মত করে

ফেসবুক ব্যাবহার করার প্রথম থেকেই আমরা এক থিম দেখে আসছি। ফেসবুকের এই থিমটি খুব সাধারণ। সাদা ব্যাকগ্রাউন্ডে নীল মার্জিন। আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন আপনার নিজের মত করে। 

Facebook Theme

আপনি যদি গুগল ক্রম ব্যাবহারকারী হন তাহলে নিচের স্টেপগুলো দেখুনঃ

প্রথমে এই লিঙ্কে যান এবং Facebook.Themed. Extension টি ইন্সটল করুন।
এবার আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে Chrome:extensions লিখে এন্টার চাপুন।
Facebook.Themed এর আন্ডারে options এ ক্লিক করুন।
এবার আপনি আপনার পছন্দ মত যেকোন থিম ব্যাবহার করতে পারবেন। Gaming theme, Movie theme, basic theme সহ আরও অনেক লেভেলের থিম পাওয়া যাবে।
এবার থিম সিলেক্ট করে save options চাপুন। open facebook এ ক্লিক করুন।
দেখতে পাবেন আপনার চয়েজ করা থিম।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ফেসবুককে বানিয়ে নিন নিজের মনের মত করে"

একটি মন্তব্য পোস্ট করুন