পুরনো জিনিসকে দেখুন নতুন করেঃউইন্ডোজ ৭ ট্রিকস

এখনকার সময়ের সবচেয়ে স্মার্ট অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ ৭. আমরা এটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে চাই যাতে করে সবার চেয়ে এটা আলাদা থাকে। আমরা এর জন্য বিভিন্ন থিম ব্যাবহার করে থাকি। আমরা চাইলে আমাদের উইন্ডোজ ৭ এর স্টার্ট বাটনের আইকন পরিবর্তন করতে পারি। এর জন্য একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে
ডাউনলোড করার পর সফটওয়্যারটি এক্সট্রাকট করুন। .exe ফাইলটি রাইট ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। ওপেন হবার পর select and change start button এর পাশে লোগো তে ক্লিক করুন। এখন আপনি ইচ্ছে মত লোগো সিলেক্ট করতে পারবেন। সফটওয়্যারটির সাথে ১০টি লোগো দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে যোগ করতে পারেন। গুগলে সার্চ দিয়ে আরও অনেক লোগো পাবেন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "পুরনো জিনিসকে দেখুন নতুন করেঃউইন্ডোজ ৭ ট্রিকস"

একটি মন্তব্য পোস্ট করুন