আপনার মোবাইল ফোনকে স্মার্ট বানিয়ে ফেলুন।

আমরা কিছু কিছু বেপারে মোবাইল থেকে কম্পিউটারকে প্রাধান্য দিয়ে থাকি। যেমন পত্রিকা পড়া অথবা অনলাইনে কোন বাংলা ব্লগ পড়া মোবাইল দিয়ে হয় না। কিন্তু মাঝে মাঝে হাতের কাছে কম্পিউটার না থাকলে মনে হয় যদি মোবাইল দিয়ে এগুলো করা যেত তাহলে ভালই হত। এরকম সমস্যার জন্যই আমার আজ পোস্ট করতে বসা।

একটি জাভা সফটওয়্যার ব্যাবহার করে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। অনলাইনে পত্রিকা অথবা কোন ব্লগ পড়া তখন সাধারণ ব্যাপার হয়ে যাবে।


সফটওয়্যারটির নাম "MOBILE PAPER"।  মোবাইলপেপার হচ্ছে মুঠোফোনের সর্বপ্রথম সফটওয়্যার যা কিনা বাংলা বর্ণমালা সঠিকভাবে দেখাতে পারে।জাভা সর্মথিত মুঠোফোনের জন্য আর্কলাইট সিষ্টেমস লিঃ একটি নতুন বাংলা ফ্রন্ট তৈরি করেছে। আপনার মুঠোফোনে বাংলা ইউনিকোড সর্মথিত হোক আর নাই হোক এটি যে কোন জাভা সর্মথিত মুঠোফোনে নির্ভুলভাবে কাজ করে।
নিচের ছবিগুলো দেখুনঃ





এই সফটওয়্যারের ফিচারগুলোঃ
যে কোন জাভা সর্মথিত মুঠোফোনে চলে।
ছবিসহ খবর সর্মথন করে।

সর্বনিম্ন ডেটা খরচ। (১০০ কিলোবাইটের নিচে)
সয়ংক্রিয়ভাবে আপডেট হ্য় যেহুতু এটি ওয়েবসাইট থেকে খবর সংগ্রহ করে।
মুঠোফোনের ওয়াপ ব্রাউজার এর চেয়ে দ্রুত।


এই সফটওয়্যারটি জাভা সমর্থিত যে কোন মোবাইলে সাপোর্ট করবে। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।




বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "আপনার মোবাইল ফোনকে স্মার্ট বানিয়ে ফেলুন।"

একটি মন্তব্য পোস্ট করুন