দেখে নিন ফেসবুকে আপনার কোন বন্ধু আপনাকে ডিলিট করেছে

ফেসবুকে আমাদের ফ্রেন্ডলিস্টের অনেকেই আমাদের ডিলিট করে থাকে। কিন্তু আমরা এটা টের পাই না। মাঝে মাঝে এটা অনেক দরকারি হয়ে পরে। এখন আপনাদের সাথে এরকম একটা Extension শেয়ার করব।



কার্যপ্রণালীঃ
প্রথমে Unfriend Finder ডাউনলোড করে নিন এখান থেকে
আপনি Mozilla Firefox ব্যাবহারকারী হলে Greasemonkey ও ইন্সটল করা লাগবে। Greasemonkry ডাউনলোড করুন।
এবার ফেসবুকে login করুন।
Unfriend নামে একটা মেনু দেখবেন। ওইটাতে ক্লিক করুন।
এখান থেকে আপনাকে কে রিমুভ করছে তা দেখতে পারবেন।

এটা দিয়ে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে। যেমনঃ আপনি কাকে কাকে request পাঠাইছেন তা দেখতে পারবেন। কাউ কে ভুলে request পাঠালে তা মুছে ফেলতে পারবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "দেখে নিন ফেসবুকে আপনার কোন বন্ধু আপনাকে ডিলিট করেছে"

একটি মন্তব্য পোস্ট করুন