নিজেই বানান সফটওয়্যার এবং ফোল্ডারে পাসওয়ার্ড নিজের বানানো সফটওয়্যার দিয়ে

আমরা ফোল্ডারে পাসওয়ার্ড দিতে অনেক সফটওয়্যার ব্যাবহার করে থাকি। তারপরেও অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের। মনে চায় নিজের মনের মত একটা সফটওয়্যার বানিয়ে তারপর ব্যাবহার করি। আপনাদের মনের এরকম আশা পূরণ করতেই আমার এই পোস্ট।




প্রকৃতপক্ষে এটাকে সফটওয়্যার বলা যায় না। ছোট ছোট কিছু কোডিং এর মিলিত ফসল। আমরা এর মাধ্যমে আমাদের গোপন ফাইলে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত রাখতে পারব। তো কথা আর না বাড়িয়ে দেখা যাক প্রক্রিয়াটাঃ
১. সর্বপ্রথম Start/All Programs/Accessories/Notepad ওপেন করুন।
২. এরপর নিচের কোডগুলো Notepad এ কপি করুন এবং সেভ করে রাখুন TP.txt নামে।


Quote:
Quote: cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== www.pie-technology.blogspot.com goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End
৩. TP.txt ফাইল টা ওপেন করুন এবং দেখুন এক জায়গায় লেখা আছে www.pie-technology.blogspot.com এখন www.pie-technology.blogspot.com মুছে আপনার পাসওয়ার্ড দিন। সমস্যা হলে নিচের এটা দেখে করুন।
if NOT %pass%== www.pie-technology.blogspot.com goto FAIL.
৪. এবার নোটপ্যাডের TP.txt ফাইলটি save as দিন এবং সেভ করন pp.bat নামে(save as টাইপ থেকে অবশ্যই all files দিয়ে নিবেন)।
৫. এবার TP.txt নামের ফাইলটি ডিলিট করুন এবং pp.bat ফাইলটিতে double click করুন।
৬. এখন দেখুন যেখানে pp.bat ফাইলটি বানিয়েছেন সেখানে "Private" নামের নতুন একটি ফোল্ডার হয়েছে।
৭. কাজ শেষ। যে ফোল্ডারগুলো লুকাতে চান সেগুলো "Private" নামের ফোল্ডারে রাখুন। এখন এই ফোল্ডারটাকেই আমরা লক করব। অতএব গোপন ফাইলগুলো সব উক্ত ফোল্ডারে রাখুন। আমরা এখন এটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে দিব।
৮. এবার pp.bat ফাইলটিতে double click করলে দেখতে পাবেন আপনাকে জিজ্ঞাসা করছে আপনি "Private" নামের ফোল্ডারটি লক করতে চান কিনা। যদি লক করতে চান তাহলে Y চেপে Enter দিন।
৯. এবার এর "Private" নামের ফোল্ডারটি ওপেন হবে না।
১০. যদি এই ফোল্ডারটি পুনরায় ওপেন করতে চান তাহলে আবার pp.bat ফাইলে double click করুন। কমান্ড বক্সে আপনার পাসওয়ার্ড দিন এবং দেখুন লক খুলে গাছে(www.pie-technology.blogspot.com এর পরিবর্তে যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেটাই আপনার পাসওয়ার্ড)।
১১. এই কাজটি আপনি পেনড্রাইভের ক্ষেত্রেও করতে পারবেন।
১২. এটিকে সাধারণ কৌশল মনে করবেন না। অত্যন্ত শক্তিশালী কৌশল।
সবাই ভালো থাকবেন।মনে চাইলে কমেন্ট দিবেন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "নিজেই বানান সফটওয়্যার এবং ফোল্ডারে পাসওয়ার্ড নিজের বানানো সফটওয়্যার দিয়ে"

একটি মন্তব্য পোস্ট করুন