ফেসবুক থেকে এক ক্লিকে পুরো অ্যালবাম ডাউনলোড করুন।

আমাদের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করুন। সাইটটি ভালো লেগে থাকলে Bookmark করে রাখুন।

আমাদের ফেসবুক থেকে প্রায় ছবি ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তখন আমরা একটা একটা করে ছবি ডাউনলোড করি। যদি পুরো অ্যালবাম ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে ঝামেলার বেপার হয়ে দাড়ায়। কারণ ফেসবুকে এরকম কুনো অপশন নাই। আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহারকারী হন তাহলে এই কাজটি খুব সহজে করতে পারবেন। এজন্য আপনাকে একটি Add-ons ব্যাবহার করতে হবে। Add-ons টির নাম FACEPAD. দেখে নেই এই মজার কাজটি আমরা কিভাবে করতে পারি।

প্রথমে মজিলা চালু করে Add-ons টি ডাউনলোড করব। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ইন্সটল হয়ে গেলে মজিলা পুনরায় চালু করুন। ব্যাস কাজ শেষ। এখন ফেসবুক অ্যালবামের নাম অথবা লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন।(Download Album With Facepad). 

  


তারপর সেভ এর লোকেশান দেখিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি সেভ করার সময় ফোল্ডারের নামও পরিবর্তন করতে পারবেন।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট দিবেন। কিছুদিনের মধ্যেই শক্তিশালী কিছু হ্যাকিং সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ফেসবুক থেকে এক ক্লিকে পুরো অ্যালবাম ডাউনলোড করুন।"

একটি মন্তব্য পোস্ট করুন