কম্পিউটার এর ক্ষতিকর গামা রশ্মি থেকে আপনার চোখকে নিরাপদ রাখুন

যারা আমার মত দিন রাত কম্পিউটার এর সামনে বসে থাকে তাদের জন্য আমার আজকের এই পোস্ট। আমরা সবাই জানি কম্পিউটার থেকে ক্ষতিকারক গামা রশ্মি নির্গত হয় যা আমাদের চোখের জন্য ক্ষতি বয়ে আনে। আমরা দীর্ঘক্ষণ কম্পিউটার এর সামনে বসে থাকলে আমাদের চোখের মারাত্তক ক্ষতি হবে। কিন্তু এর উপায় কি?


আমি আপনাদের সাথে আজ একটা সফটওয়্যার শেয়ার করব যেটা আপনার চোখকে রক্ষা করবে। সফটওয়্যারটির বিশেষত্ব হল এটা আলোর উপর নির্ভর করে স্ক্রীন এর আলো কমাবে বাড়াবে। দিনের আলোয় এটা পরিমিত থাকবে আবার রাতের আলোয় বদলে যাবে। এতে করে আমাদের যখন যতটুকু আলো দরকার ততটুকু আমরা পাব। ফলে অতিরিক্ত গামা রশ্মি আমাদের চোখের ক্ষতি করতে পারবে না। এবং আমরাও আমাদের কাজ করে যেতে পারব।
সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন। একটা পেজ আসবে। পেজটির ডান পাশে উপরে "SKIP ADD" এ ক্লিক করলে ডাউনলোড এর পেজ আসবে। তারপর আপনারা সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "কম্পিউটার এর ক্ষতিকর গামা রশ্মি থেকে আপনার চোখকে নিরাপদ রাখুন"

একটি মন্তব্য পোস্ট করুন